১৬ তম প্রিলিমিনারি নিবন্ধন পরীক্ষা ২০১৯ এর প্রশ্নপত্র
16th ntrca question solution |
১৬ তম প্রিলিমিনারি নিবন্ধন পরীক্ষা ২০১৯ এর প্রশ্নপত্র
১ । বাংলা সাধু ভাষার জনক কে ?
ক। হরলাল রায়
খ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ। রবীন্দ্রনাথ ঠাকুর
২ । কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?
ক। কথ্য ভাষা
খ। লেখ্য ভাষা
গ। সাধু ভাষা
ঘ। চলিত ভাষা
৩ । মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক। অমুদ
খ। ভূধর
গ। শূন্য
ঘ। নীর
৪ । বিরাম চিহ্নের প্রবর্তক কে ?
ক। প্রমথ চৌধুরী
খ। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ। রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ। আব্দুল হাকিম
৫ । সমাসবদ্ধ পথে অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য ব্যবহার হয় ?
ক। কোলন
খ। সেমিকোলন
গ। কমা
ঘ। হাইফেন
৬ । খয়ের খাঁ বাগধারাটির অর্থ কি ?
ক। মন্দ ভাগ্য
খ। তুচ্ছ পদার্থ
গ। চাটুকার
ঘ। নির্বোধ
৭ । গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক। গোমতি
খ। কৃষ্ণবেী
গ। কাবেরী
ঘ। সবগুলো
৮ । চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক। সোম
খ। ভূষণ
গ। নকশা
ঘ। নভ:
৯। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক। নকল
খ। ঐহিক
গ। প্রাকৃতিক
ঘ। কৃত্তিম
১০ । নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক। পিপীলিকা
খ। পিপিলিকা
গ। পীপিলিকা
nice
ReplyDelete
ReplyDeleteEnglish paragraph for ssc hsc honors
globalization paragraph,
drug addiction paragraph,
peace movement paragraph,
global warming paragraph,
tree plantation paragraph,
climate change paragraph,
diaspora paragraph,
price hike in bangladesh paragraph,
deforestation-paragraph,